ব্যবস্যায়ের ক্ষেত্রে ইনকাম ট্যাক্স বিধান ও এর প্রতিপালন
Publcihed by Admin 3 years ago
আমাদের ব্যবসায়ীগন কর আইনের নিয়মাবলী প্রতিপালন না করার দরুন নির্ধারিত করের চেয়ে অনেক অনেক গুন বেশি কর দায়ের শিকার হোন । নিয়মাবলী প্রতিপালন না করলে এক বছরেই ব্যবসার মূলধনের বহু গুন বেশি কর আরোপ হতে পারে। ৫,০০০/- (পাঁচ হাজার ) টাকার কর পরিশোধের নিয়ম প্রতিপালন না করায় ৩,০০,০০০/- (তিন লাখ) টাকার বেশি কর দায় সৃষ্টি হয় । ৫% কর কর্তন না করায় ৩০% থেকে ৪০% কর পরিশোধ করতে হয় । ব্যবসা পরিচালনায় কর সংক্রান্ত আইন সমূহ যথাযত পরিপালন হলে কর সংক্রান্ত ব্যয় ৭০% হ্রাস পায় । কিন্তু সচেতনতা এবং পর্যাপ্ত দক্ষ লোকবলের অভাবে ব্যবসায়ীগন ৭০% অতিরিক্ত ব্যয় করে যাচ্ছেন । ছোট একটি উদাহরণ এর মাধ্যমে দেখতে পারি ৫০০০/- টাকার কর পরিশোধের নিয়ম প্রতিপালন না করায় কিভাবে ৩,০০,০০০/- (তিন লাখ) টাকার কর দায় সৃষ্টি হয় । জনাব হাসান ক্রিয়েটিভ ইকোনোমি লিঃ এর এরজন কর্মকর্তা ২০১৮-২০১৯ করবর্ষে মি হাসান সাহেব কোম্পানির নিকট হতে মোট বেতন ভাতা বাবদ প্রাপ্ত হোন ৯,৫০,০০০/- (নয় লাখ পঞ্চাশ হাজার ) টাকা । কোম্পানি প্রকৃত ব্যয় হিসাবে তাদের বেতন খাতে উক্ত ব্যয় দাবী করেন । উক্ত দশ লক্ষ টাকা যথাযত খাত এবং ধাপ অনুযায়ী শ্রেনী বিন্যাস করে ওই বছর মিঃ হাসানের বেতন আয়ের বিপরীতে রেয়াত পরবর্তী কর পরিশোধ করতে হবে ৫০০০/- কিন্তু মিঃ হাসান উনার আয়কর রিটার্ণ জমা করেন নাই বা করেন না। আয়কর অধ্যাদেশ এর ধারা ১০৮/এ অনুযায়ী ৩০ এপ্রিল ২০২০ তারিখের মধ্যে ১০৮ এর বিবরণী অনুযায়ী বেতনভোগী কর্মীদের আয়কর রিটার্ন জমার তথ্য উপস্থাপন করতে হবে । মি হাসান যেহেতু আয়কর রিটার্ণ জমা করেননি তাই উক্ত তথ্য কোম্পানি ৩০ এপ্রিলের মধ্যে উপস্থাপন করতে পারে নি । মি হাসান কে প্রদত্ত ৯,৫০,০০০/- টাকা বেতন হিসাবে কোম্পানী তার বার্ষিক প্রতিবেদনে মোট বেতন পরিশোধ এর হিসাবে অন্তর্ভুক্ত করেছেন । প্রকৃত ব্যয় হওয়া সত্ত্বেও আয়কর আইন অনুযায়ী ধারা ১০৮/এ তে মিঃ হাসানের রিটার্ন জমার তথ্য উপস্থাপন না করায়, এই টাকা ব্যয় হিসাবে অগ্রাহ্য হবে এবং উক্ত অগ্রাহ্যকৃত টাকা সরাসরি আয় হিসাবে যোগ হবে । মি হাসান রিটার্ণ জমা করলে উনার কর পরিশোধ করতে হত ৫০০০/- কিন্তু মি হাসান আয়কর রিটার্ণ জমা না করায় কোম্পানি ৯,৫০,০০০/- টাকার উপর নিয়মিত হারে কর দিতে হবে যা ২০১৮-২০১৯ করর্বষে ৩৫% কর হিসাবে ৩৩২৫০০/- সাথে আনুসাঙ্গিক আরো কিছু কর যোগ হবে । ব্যাংকিং চ্যানেল এর মাধ্যমে লেনদেন না করা প্রয়োজনীয় উৎসে কর্তন, ব্যয় সংক্রান্ত কর আইনের দিকনির্দেশনা অনুসরন না করা ছাড়াও খুব ছোট ছোট লেনদেন এবং আইন পরি-পালন না করার জন্য প্রতিদিন কোম্পানি ক্ষতিগ্রস্থ হচ্ছেন ব্যবসার আয়কর নিয়ে সচেতন হোন এবং আইন পরিপালনে সচেষ্ট হোন । #incometaxBD #taxplanning #buisnesstax।