×
×

Blog Page

উইথহোল্ডিং রিটার্ন যাদের দিতে হবে
উইথহোল্ডিং রিটার্ন যাদের দিতে হবে

Publcihed by Admin 3 years ago

উৎসে কর্তনকারী সত্ত্বার উৎসে কর্তন এর রিটার্নঃ  
আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ধারা ৭৫ (এ)  অনুযায়ী যে সত্ত্বার  উৎসে 
কর্তন করার বাধ্যবাধকতা রয়েছে সেই সত্ত্বাকে প্রতি অর্থ  বছরে দুইবার 
নির্দিষ্ট সময়ে যথা যত প্রক্রিয়ায় নির্দিষ্ট ফর্মের মাধ্যমে অধিক্ষেত্র অনুযায়ী 
রিটার্ন দাখিল করতে হয় যাকে উইথহোল্ডিং রিটার্ন বলা হয়।

উইথহোল্ডিং রিটার্ন  যাদের দিতে হবেঃ 
১। কোন কোম্পানি 
২।সমবায় সমিতি
৩। এন জি ও 
৪। মাইক্রো ক্রেডিট প্রতিষ্ঠান 
৫। বিশ্ববিদ্যালয় 
৬। বেসরকারি হাসপাতাল,  ক্লিনিক,  ডায়াগনস্টিক 
৭। ইন্ট্যারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুল
৮। স্থানীয় কর্তৃপক্ষ 
৯। পার্টনারশিপ ফার্ম 
১০। অধ্যায় ৭ অনুযায়ী যারা উৎসে কর কর্তন করে থাকেন। 

রিটার্ন দাখিলের সময়ঃ প্রতি অর্থ বছরে দুটি উৎসে করের রিটার্ন দাখিল করতে হবে। 

প্রথম রিটার্ন - ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর সময় কালে উৎসে কর্তনের জন্য
৩১ জানুয়ারীর মধ্যে জমা করতে হবে।  

দ্বিতীয় রিটার্ন - ১ জানুয়ারি থেকে ৩০ জুন সময় কালে উৎসে কর্তনের 
জন্য ৩১ জুলাই এর মধ্যে জমা করতে হবে।   

রিটার্ন ফরম- এস আর ও নং ২৫৯-আইন/আয়কর/২০১৬ অনুযায়ী 
প্রনীত ফরমে রিটার্ন দাখিল করতে হবে।  

সময়ের জন্য আবেদনঃ রিটার্ন দাখিলকারীর লিখিত  আবেদনের 
প্রেক্ষিতে উপকর কমিশনার ১৫ দিন সময় বৃদ্ধি করতে পারেন।  

কারো সময়ের আবেদন সংক্রান্ত প্রয়োজনে সেগুনবাগিচা এলাকায় 
নিঃসংকোচে নক করতে পারেন। 

#IncomeTaxBD