নতুন করদাতার জন্য ৪ টি সতর্কতা
Publcihed by Admin 2 years ago
আয়কর রিটার্ন একজন করদাতার জন্য খুভই গুরুত্বপূর্ণ । নতুন আয়করদাতার প্রথম রিটার্ন প্রস্তুতে
সচেতনতা এবং সতর্কতার সাথে প্রস্তুত করা উচিৎ। ত্রুটিপূর্ণ রিটার্ন , অসম্পূর্ণ রিটার্ন, অপ্রয়োজনীয় তথ্য
সম্বলিত আয়কর রিটার্ণ ভবিষ্যৎ কর বিষয়ক জটিলতার সৃষ্টি করবে। তাই আয়কর রিটার্ন প্রস্তুতে যত্নবান
নতুন করদাতার জন্য নিম্মোক্ত ৪ টি বিষয়ে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে।
১) যা নেই তার অতিরিক্ত কোন কিছু প্রদর্শন করবেন না।
২)যা আছে তার কোন কিছু বাদ দিবেন না।
৩)সঠিক হিসাব করে কর প্রদান করবেন।
৪)কর প্রযোজ্য হলে এড়ানোর চেষ্টা করবেন না।
রিটার্ন এ তথ্য ভুল বা গোপন করলে করদাতাদের কখনও কখনও বড় মাপের ক্ষতির মুখে পড়তে হতে
পারে। তবে শুরুতেই যদি একটু সাবধানতা অবলম্বন করা যায় অথবা ভুলগুলো সম্পর্কে ধারনা থাকে তবে
এই অনাকাঙ্ক্ষিত ক্ষতি এড়ানো সম্ভব।