×
×

Blog Page

আপনার কি ইনকাম ট্যাক্স রিটার্ন  জমা দেওয়া বাধ্যতামূলক?
আপনার কি ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক?

Publcihed by Admin 2 years ago

আমাদের অনেকের মধ্যে একটি ভুল ধারনা রয়েছে যে আয়কর রিটার্ণ বা আয়কর বিবরণী

জমা করলেই ট্যাক্স দিতে হয় । বাস্তবতা হচ্ছে আয়কর রিটার্ন বা আয়কর বিবরনী শুধুমাত্র

আয় থাকা না থাকার মধ্যে সীমাবদ্ধ নয়। আয় না থাকলেও আইনগত আরো নানাবিধ

বাধ্যবাধকতার জন্য আয়কর রিটার্ন বা আয়কর বিবরনী জমা করতে হয় ।


আয়কর রিটার্ন জমা করতে প্রথমেই টি আই এন (TIN) গ্রহণ করতে হয় । আয়কর অধ্যাদেশ

১৯৮৪ এর ধারা ১৮৪(এ) অনুযায়ী কাদের টি আই এন (TIN) গ্রহণ করতে হবে তা সুস্পস্ট

করে বলা হয়েছে ।


অন্যদিকে আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ধারা ৭৫ এর উপধারা ১ এ বলা হয়েছে কাদেরকে

রিটার্ন জমা করতে হবে। এবং ধারা ৭৫ এর উপধারা ২ এ বলা হয়েছে কাদের রিটার্ন জমা

করতে হবে না।


রিটার্ন জমার বাধ্যবাধকতা হিসাবে ধারা ৭৫ /১(এফ) এ বলা হয়েছে ১৮৪/এ ধারা অনুযায়ী

যাদের টি আই এন গ্রহণ বাধ্যতামূলক । অর্থাৎ টি আই এন (TIN) গ্রহনে বাধ্যহলে রিটার্ন

জমা করতেও বাধ্য।


তবে ধারা ৭৫ এর উপধারা ২ এ বর্নিত তালিকায় আয়কর রিটার্ন জমার বাধ্যবাধকতা থেকে

অব্যাহত রাখা হয়েছে । ব্যাক্তি শ্রেনীর করদাতার ক্ষেত্রে বাংলাদেশে স্থায়ী ভিত্তি নেই এমন

অনাবাসী এবং যাঁরা কেবল জমি বিক্রি করতে বা ক্রেডিট কার্ড নিতে ১২ ডিজিটের

টিআইএন নিয়েছেন, কিন্তু করযোগ্য আয় নেই, তাঁদের রিটার্ন দিতে হবে না।


সুতরাং সহজ কথায় বলা যায় আয় করযোগ্য হোক বা না হোক আপনি যদি

ধারা ১৮৪(এ) অনুযায়ী টি আই এন গ্রহনে বাধ্য হয়ে থাকেন এবং

ধারা ৭৫(২) এর অন্তর্ভুক্ত না হয়ে থাকেন তবে আপনাকে অবশ্যই আয়কর

রিটার্ন জমা করতে হবে।


#IncomeTaxBD #IncomeTaxReturn